নিজস্ব সংবাদদাতা: একদিনের ইডি হেফাজতে রয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি সংক্রান্ত মামলায় দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এবার আসল কারণ সামনে আনল ইডি। বিজ্ঞপ্তির মাধ্যমে জানাল সম্পূর্ণ বিষয়।
এদিন ইডি PMLA, 2002-এর ধারা 19-এর অধীনে হেমন্ত সোরেনের গ্রেপ্তারের কারণ উল্লেখ করেছে। সেখানে তারা বলেছে, “আনুমানিক ৮.৫ একর পরিমাণ সম্পত্তি হেমন্ত সোরেন দ্বারা অনুমোদিত করা হয়, যা অবৈধ ভাবে দখল করা হয়েছিল। তিনি সরাসরি অধিগ্রহণ, দখল এবং অপরাধের অর্থ ব্যবহারের প্রক্রিয়ার সাথে জড়িত। হেমন্ত সোরেন জেনে শুনে ভানু প্রতাপ প্রসাদ এবং অন্যদের সাথে বেআইনিভাবে অর্জিত সম্পত্তিকে ভাগ করে নিয়েছেন। একই সাথে এই কার্যকলাপের সাথে জড়িত মূল রেকর্ডগুলি গোপন রাখার কাজ করেছেন তিনি”।