নিজস্ব সংবাদদাতা : তেলেঙ্গানায় প্রধানমন্ত্রীকে সাক্ষী রেখে এক তরুণীর বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ার ঘটনায় তোলপাড় জাতীয় রাজনীতি। সেদিন প্রধানমন্ত্রীকে বলচে শোনা গিয়েছিল, 'তুমি নেমে এসো, আমি তোমার সব কথা শুনব।' কিন্তু কেন ওই তরুণী হঠাৎ মোদীর জনসভায় এমন কাণ্ড ঘটাল? নেপথ্যে থাকা ক্ষোভই কি তাকে এ ধরণের ঘটনা ঘটানোর জন্য বাধ্য করেছে? এবার তরুণীর বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ার ঘটনার ব্যাখ্যা-বিশ্লেষণ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লিখেছেন, ''মেয়েটি বিদ্যুতের খুঁটিতে উঠেছিল যাতে জাতির সামনে আসল সমস্যাগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করা যায়।তরুণ ভারত মোদী সরকারের বিশ্বাসঘাতকতায় বিরক্ত।তারা চাকরির জন্য আকাঙ্ক্ষা করেছিল, কিন্তু বিনিময়ে ৪৫ বছরের উচ্চ বেকারত্বের হার পেয়েছে।তারা অর্থনৈতিক ক্ষমতায়ন চেয়েছিল, কিন্তু বিনিময়ে বিজেপি একটি ব্যাকব্রেকিং মূল্যবৃদ্ধি দিয়েছে, যা তাদের সঞ্চয়কে ৪৭ বছরের সর্বনিম্নে হ্রাস করেছে। তারা সামাজিক এবং অর্থনৈতিক ন্যায়বিচারের জন্য আকুল ছিল, কিন্তু বিনিময়ে মোদী সরকার তাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য দিয়েছে। তারা আমাদের নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ ভারতের জন্য সংগ্রাম করেছে, কিন্তু নারী, শিশু, দলিত, আদিবাসী এবং অনগ্রসর শ্রেণীর বিরুদ্ধে অপরাধ দুঃখজনকভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে।তারা আমাদের মত বৈচিত্র্যময় দেশে ঐক্য ও সম্প্রীতি চেয়েছিল, কিন্তু পেয়েছে ঘৃণা ও বিভেদ।ভারতের তরুণদের স্বপ্ন ও আকাঙ্খাকে চূর্ণ করছে মোদী সরকার ও বিজেপি।''