'কেন বিজেপি চায় দোকানের বাইরে পিছিয়ে পড়া জাতি এবং সংখ্যালঘুদের নাম লেখা হোক?'

বিজেপির বিরুদ্ধে উঠে গেল প্রশ্ন।

author-image
Aniket
New Update
modi shah

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: আপ নেত্রী প্রিয়াঙ্কা কক্কর বড় প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে।

তিনি বলেছেন, "এটা বিজেপির 'সৌগত-এ-মোদী'। তারা কোনও উৎসবেই বিভেদ সৃষ্টি না করে ছাড়েনা। কেন বিজেপি চায় দোকানের বাইরে পিছিয়ে পড়া জাতি এবং সংখ্যালঘুদের নাম লেখা হোক? বিজেপি দলিত, মহিলা এবং মুসলিমদের বিরুদ্ধে। সবাই একসাথে উৎসব উদযাপন করতে পছন্দ করে। এটা বিজেপির রাজনীতি। তারা সবসময় জেনেশুনে বিভেদ তৈরি করে।" আপ নেত্রী প্রিয়াঙ্কা কক্করের বক্তব্যে শোরগোল সৃষ্টি হয়েছে।