সিএএ কার্যকরী হলে দেশের বিপদ কি? আয়না তুলে ধরলেন কেজরিওয়াল

'পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে সংখ্যালঘু প্রায় ২.৫-৩ কোটি লোক রয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi kejriwal.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রায় ৪৮ ঘন্টা পর সিএএ ইস্যুতে নীরবতা ভাঙলেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

vfe

সিএএ বাস্তবায়নের বিষয়ে এদিন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেন, “পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে সংখ্যালঘু প্রায় ২.৫-৩ কোটি লোক রয়েছে। এগুলি দরিদ্র দেশ। যদি এই আড়াই থেকে ৩ কোটি লোকের মধ্যে, ১ থেকে দেড় কোটি মানুষও ভারতে আসে, আমরা তাদের কোথায় বসতি স্থাপন করব? কীভাবে তাদের চাকরি দেব? আমাদের লোকদের জন্য যে কাজগুলি ছিল তা তাদের কাছে চলে যাবে। পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়বে। মামলার সংখ্যা বৃদ্ধি পাবে। ডাকাতি, ধর্ষণ চারিদিকে দাঙ্গা বেড়ে যাবে। দেশের নিরাপত্তা পরিস্থিতির কী হবে? এই সর কেন্দ্রীয় সরকার ভাবেনি। এই আইন কার্যকরী হলে তা দেশের জন্যে বিপদ ডেকে আনবে”।

publive-image

Add 1

cityaddnew

স