নিজস্ব সংবাদদাতা: চলতি বছরের এপ্রিল মাসে সলমন খানের বাসভবন গ্যালক্সি অ্যাপার্টমেন্টের গুলি চলে। সালমান খানের বাড়ির সামনে গুলি চালায় বিষ্ণুই গ্যাং। একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউডের সুপারস্টারকে। সেলিম খানকেও একাধিকবার হুমকি দেওয়া হয়। অক্টোবরের শুরুতে এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করা হয়। এর পিছনে বিষ্ণোইরা আছে বলে, মত একাংশের। কিন্তু সালমান খানের সঙ্গে লরেন্স বিষ্ণোইয়ের কেন শত্রুতা?
প্রসঙ্গত, ১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানের যোধপুরে একটি সিনেমার শুটিং করছিলেন সলমন। বিষ্ণোই সম্প্রদায়ের সদস্য মহিপাল বিষ্ণোই জানিয়েছেন, ১ অক্টোবর থেকে ২ অক্টোবরের মধ্যে ভোর ২টো নাগাদ কঙ্কানি গ্রামে গুলির শব্দ শোনা যায়। এরপরেই দুটো কৃষ্ণসায়র হরিণকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। অভিযোগ ওঠে সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা এই কাজ করেছেন। ছবির কাস্টে আরও ছিলেন সইফ আলি খান, টাবু, সোনালি বেন্দ্রেরা। কিন্তু তাঁরা খালাস পেয়ে যান। দায় চাপে সালমানের ওপর। পাঁচ বছরের কারাদণ্ড হয়। তখন ৩১ বছর বয়সী লরেন্সের বয়স ছিল মাত্র ৫ বছর। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে বিশেষভাবে সম্মানিত কৃষ্ণসায়র হরিণ। কারণ এই সম্প্রদায়ের মূল নীতি হ'ল বন্যজীবন এবং প্রকৃতির লালনপালন। সেই কারণে সালমান খানের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের শত্রুতা।