পাকিস্তানকে কড়া জবাব ভারতের, অকাল দীপাবলিতে মাতল দেশ

দেশজুড়ে যেন অকাল দীপাবলি শুরু হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
diwali.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানকে হারিয়ে নতুন করে জয়ের রেকর্ড ধরে রাখল টিম ইন্ডিয়া। আজ শনিবার গুজরাটের আহমেদাবাদে টিক পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। এদিকে এরপরেই গোটা দেশ সেলিব্রেশনের মুডে মেতে উঠেছে। মহারাষ্ট্রের নাগপুরে বাজি ফাটছে। শুধু তাই নয়, জম্মু ও কাশ্মীরে হোক বা  বিহারের পাটনা, সকলের আনন্দে মেতে উঠেছে। গুজরাটের আহমেদাবাদে টিম ইন্ডিয়ার তরুণ ভক্ত পলাশ বলেন, "ম্যাচটা ভালো লেগেছে। দল বিশ্বকাপ জিতবে। আরেক জন ভক্ত বলেন, 'ভারত ও পাকিস্তানের ফাইনালে যাওয়া উচিত। আমরা আবারও এই মাঠে ম্যাচ দেখতে আসব।‘ ইতিমধ্যে উদযাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্র গতিতে ভাইরাল হয়েছে। 

 

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচে ভারতীয় বোলারদের সামনে হাঁটু গেড়ে বসেছিল পাকিস্তান ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন।