নিজস্ব সংবাদদাতাঃ কোট্টিকুলামের মৎস্যজীবী করুণাকরণ বলেন, " কংগ্রেস সাংসদ ছিলেন পাঁচ বছর, পরে সিপিএম এসেছিল। যারাই ক্ষমতায় আসুক না কেন, আমরা কোনও সুবিধা পাইনি। তারা বড় বড় প্রতিশ্রুতি দেবে কিন্তু পরে আমাদের সমসায় কাজে আসবে না। মৎস্যজীবীরা যে দলেরই হোক না কেন, কোনও সুবিধা পান না।..."
/anm-bengali/media/post_attachments/5221bb6b-cf8.png)

/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)