নিজস্ব সংবাদদাতাঃ সদ্য আবগারি নীতি মামলায় তিহার জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে ছাড়া পেয়েই এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন কেজরিওয়াল। তিনি দাবি করেছেন, '' বিজেপি এবার সরকার গঠন করলেও, আগামী বছরেই অবসর নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এবার নিজের জন্য ভোট চাইছেন না মোদী। ''
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2018/03/Arvind-Kejriwal-Modi_Social_Firstpost-PTI_2.jpg)
তিনি আরও বলেছেন যে, '' সামনের বছর মোদীর বয়স হবে ৭৫ বছর। বিজেপিতে কারোর ৭৫ বছর বয়স হলে তাকে অবসর নিতে হয়। তাহলে আগামী বছর সেপ্টেম্বর মাসে মোদীও অবসর নেবেন। তখন কে হবেন প্রধানমন্ত্রী ? ''
/anm-bengali/media/post_attachments/ec7cc27f1fc3ddb1ff031933b7ee7ed6ddb92450f298c74432313a84c8e1aab1.jpg?impolicy=website&width=1600&height=900)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)