নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সভাপতিত্বে শিবসেনা নেতাদের বৈঠকের পরে দলের নেতা রাহুল শেওয়ালে বলেছেন, "সকল নবনির্বাচিত বিধায়ক সর্বসম্মতভাবে সিএম একনাথ শিন্ডেকে তাদের নেতা মনোনীত করেছেন।"
এই প্রসঙ্গে দলের নেতা এবং ঔরঙ্গাবাদ পশ্চিমের নবনির্বাচিত বিধায়ক সঞ্জয় শিরসাট বলেছেন, " মহাযুতি নেতাদের আগামীকাল দিল্লিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি দলের কর্মী চান তাদের দলের নেতাই মুখ্যমন্ত্রী হোক কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত একান্ত শিন্ডে, দেবেন্দ্র ফড়নবিস এবং অজিত পাওয়ারের হাতে।"