নিজস্ব সংবাদদাতা: নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। থানের একটি ভোটকেন্দ্র থেকে ভোট দিলেন তিনি।
এদিন ভোট দিয়ে বেড়িয়েই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১০ বছরে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমি আত্মবিশ্বাসী যে মহারাষ্ট্রের মানুষ লড়াকু ব্যক্তিত্বকেই ভোট দেবে”।