তেলেঙ্গানার পরবর্তী মুখ্যমন্ত্রী কে?

হাইকম্যান্ডের ওপরই ভরসা রাখছে এরাজ্যের হাত শিবির।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
telangana cong.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জয়লাভ তো হয়েছে, এবার সময় সরকার গঠনের। আর এই সরকার গঠনেও তেলেঙ্গানা নিয়ে থাকছে উত্তেজনা। ইতিমধ্যেই তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে হাইকম্যান্ডের ওপরই ভরসা রাখছে এরাজ্যের হাত শিবির।

এদিন কংগ্রেস সাংসদ উত্তম কুমার রেড্ডি বলেন, "আমরা সর্বসম্মতভাবে সিএলপিকে অনুমোদন দিয়েছি। তেলঙ্গানায় সিএলপি নেতা এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে কংগ্রেসের ওপর ভরসা রাখছি আমরা। তবে কংগ্রেস সভাপতি, বিধায়ক হওয়ার জন্য আমাকে সাংসদ পদ থেকে পদত্যাগ করতে হবে। তাই আমি আপাতত সেই প্রক্রিয়াটি অনুসরণ করব। পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা সিদ্ধান্ত নেবে দলই”।

 

hiren