নিজস্ব সংবাদদাতা: কয়েক ঘণ্টার মধ্যে শুরু হচ্ছে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’। এছাড়া সিআইআই ও ফিকির জাতীয় কর্মসমিতির বৈঠক বসছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই। দুই বণিকসভাতেই অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’-এ দেশ বিদেশের শিল্পপতিরা ভারতে আসছেন। একদিকে যেমন মুকেশ আম্বানি আসছেন, তেমনি আসছেন সজ্জন জিন্দাল। অন্যদিকে, ইউরোপের বড় বড় শিল্পপতিদের একাংশ এখানে আসছেন। ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ উপলক্ষে গোটা কলকাতা বড় বড় ব্যানার ও হোডিংয়ে সাজানো হয়েছে। এবারে ক্ষুদ্র শিল্প থেকে তথ্যপ্রযুক্তি, চামড়া থেকে টেক্সটাইল, কৃষিভিত্তিক পণ্য থেকে কুটির শিল্প, পর্যটন শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।