নিজস্ব সংবাদদাতাঃ এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “রাহুল গান্ধী নিজেও জানেন না উনি কী করবেন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস সরকার ভালোই চলছিল, কিন্তু রাহুল গান্ধী ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই সেই সরকারের পতন ঘটে। ২০১৯ সালে তাঁকে আবার শপথ নেওয়া হয়, তাঁকে জাতীয় সভাপতিও করা হয়। কিন্তু মাত্র ৫২ জন সাংসদ রয়ে যান এবং তাঁকে পদ থেকে পদত্যাগ করতে হয়।”