‘অতুল সুভাষের সন্তান কোথায়?’ এবার নাতিকে নিয়ে চিন্তা প্রকাশ নিহত প্রযুক্তিবিদের বাবার

কেননা তিনি তার নাতির অবস্থান সম্পর্কে কিছুই জানেন না।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bengaluru-techie-atul-subhash-suicide-case-1733897630082-16_9

File Picture

নিজস্ব সংবাদদাতা: যত সময় গড়াচ্ছে ততোই যেন বেঙ্গালুরু আত্মহত্যা মামলা জটিল হয়ে উঠছে। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হয়েছে অতুল সুভাষের প্রাক্তন স্ত্রী। আর এবার তাঁর সন্তানের খোঁজ শুরু করল পরিবার।

নিকিতা সিংহানিয়া, তার মা এবং তার ভাইকে অতুল সুভাষের আত্মহত্যার মামলায় গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর, রবিবার নিহত তরুণের পরিবার অতুলের ছেলের হদিস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কর্তৃপক্ষকে তাকে খুঁজে বের করে তাদের কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন তারা। 

অতুলের বাবা পাওয়ার কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছেন যেন তার নাতি নিরাপদে তার কাছে ফিরে আসে।

atul subhas suicide case

অতুলের প্রাক্তন স্ত্রী নিকিতা সিংহানিয়া, তার মা নিশা এবং ভাই অনুরাগকে বেঙ্গালুরু পুলিশ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার করার পরে এই প্রযুক্তিবিদের আত্মহত্যার মামলা যেন নতুন মোড় পেয়েছে। তাঁদের গ্রেফতারির পরই প্রশ্ন উঠেছে তাহলে তাঁদের সন্তান কোথায়? অতুলের বাবা এদিন কাতর কণ্ঠে জানতে চান, তাঁদের নাতি, অতুলের সন্তান বেঁচে আছে কি না? কেননা তিনি তার নাতির অবস্থান সম্পর্কে কিছুই জানেন না।

এদিন এই প্রসঙ্গে অতুল সুভাষের বাবা বলেন, “আমরা জানি না সে আমাদের নাতিকে কোথায় রেখেছে। তাকে হত্যা করা হয়েছে নাকি সে বেঁচে আছে? আমরা তার সম্পর্কে কিছুই জানি না। আমি চাই আমার নাতি আমাদের সাথে থাকুক”। তিনি আরও বলেছেন, “একজন দাদুর জন্য, তার নাতি মানে তার ছেলের চেয়েও বেশি। পুরো সমাজ, মানুষ আমার সমর্থনে দাঁড়িয়েছে”।

lsi20nc_atul-subhash-family_625x300_11_December_24

তাই তিনি এক্ষেত্রে আবেদন করেছেন প্রধানমন্ত্রী মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে, যাতে কেন্দ্রীয় সরকার শিশুটির নিরাপদে পরিবারে ফিরে আসা নিশ্চিত করতে পারে।