‘জনগণের স্বার্থে যা করা হয় তা আমরা স্বাগত জানাই!’

এবার কংগ্রেস নেতা শচীন পাইলটের গলায় শোনা গেল অন্য সুর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sachin pilot new.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: CAA সম্পর্কে কংগ্রেসের মতামত যে একেবারেই সমর্থনযোগ্য নয়, তা এই দু’দিনেই স্পষ্ট। তবে এবার কংগ্রেস নেতা শচীন পাইলটের গলায় শোনা গেল অন্য সুর।

sp

এদিন তিনি বলেন, “এটি একটি পুরানো আইন ছিল এবং এটি মডেল কোড অফ কন্ডাক্ট প্রয়োগের ঠিক আগে আনা হয়েছে। সরকার যদি এমএসপি বা কর্মসংস্থান সংক্রান্ত আইন নিয়ে আসে তবে আমি খুশি হতাম - যেমন MGNREGA - বা কিছু জনকল্যাণমূলক আইন। আমরা এটিকে স্বাগত জানাতাম। জনগণের স্বার্থে যা করা হয় তা আমরা স্বাগত জানাই, তা যে সরকারই হোক না কেন। কিন্তু এটি, যা নির্বাচনের প্রাক্কালে করা হয়েছে, তা হল কেন্দ্রীয় মেরুকরণ সরকারের প্রচেষ্টা। যা আমরা কখনোই সমর্থন জানাই না”।

caa

Add 1

cityaddnew

publive-image