কবে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন রেখা গুপ্তা? দিল্লির এলজির সঙ্গে হল সাক্ষাৎ- তারপর কি জানা যাচ্ছে?

কবে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন রেখা গুপ্তা?

author-image
Aniket
New Update
s

নিজস্ব সংবাদদাতা: বিজেপির তরফে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে রেখা গুপ্তার। আজ তিনি বিজেপি নেতাদের সাথে দিল্লিতে সরকার গঠনের দাবি জানাতে দিল্লি এলজি হাউসে যান। সেখানে দিল্লির এলজি বিনাই কুমার সাক্সেনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দিল্লি বিজেপি বিধায়ক দলের নেত্রী হিসাবে নামকরণের পরে সরকার গঠনের দাবি জানান রেখা গুপ্তা।

বিজেপি বিধায়ক রেখা গুপ্তাকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অভিনন্দন জানান এলজি বিনাই কুমার সাক্সেনা। জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ ২০ ফেব্রুয়ারি তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন।