নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ হতেই আমাদের দেশে সাধারণ মানুষের মুখে একটা চওড়া হাসি ফোটে।কারণ, দীর্ঘদিন ধরে ৬০-৮০ টাকা দরে এক কেজি পেয়াঁজ কিনে খেতে খেতে পকেটে চাপ পড়ছিল। যেদিনই রফতানি বন্ধ হয়ে যায়, তার পরের দিন থেকে কলকাতার প্রত্যেকটি বাজারে চাহিদার তুলনায় অনেক বেশি পেঁয়াজ চলে আসে। এর কারণে আবার এক ধাক্কায় পেঁয়াজের দাম পাঁচ থেকে ছয় টাকা কেজিতে কমে যায়। তারও একদিন পরে দেখা যায় পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা কমেছে। ফলে বিপদে আড়তদারেরা। মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ থেকে নতুন ও পুরনো পেয়াঁজ মিলে দু-ধরনের পেঁয়াজ বাজারে আসছে। সেখানে দেখা যাচ্ছে যে বাজারে পেঁয়াজ এসে পৌঁছানোর পর আড়তদারদের কাছে সেই পেঁয়াজ পড়ে থাকছে। শিয়ালদহ পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীরা দাবি করছে যে নতুন পেঁয়াজ একদিন থাকলেই প্রতি ১০ কেজিতে ৪০০ থেকে ৫০০ গ্রাম করে শুকিয়ে ওজন কমে যাচ্ছে। এছাড়াও পেঁয়াজ রয়ে গেলে সেটা পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে।