পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যেই বাতিল NET! আবার কবে হচ্ছে পরীক্ষা?

NET পরীক্ষা আবার কবে?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: UGC-NET পরীক্ষা বাতিল করা হয়েছেপরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যে। এই নিয়ে মুখ খুললেন শিক্ষা মন্ত্রকের যুগ্মসচিব গোবিন্দ জয়সওয়াল। 

UGC NET cancellation The next date for examination will be declared soon  says Joint Secretary, Department of Higher Education Govind Jaiswal | UGC- NET cancellation : रद्द करण्यात आलेल्या UGC-NET परीक्षेची तारीख केव्हा

শিক্ষা মন্ত্রকের যুগ্মসচিব গোবিন্দ জয়সওয়াল বলেছেন, "১৮ জুন NTA দ্বারা পরিচালিত UGC-NET পরীক্ষায় ৯ লক্ষ শিক্ষার্থী অংশ নিয়েছিল...প্রথম দৃষ্টিতে মন্ত্রক দেখেছে যে পরীক্ষায় অসদাচরণ হওয়ার সম্ভাবনা ছিল। মন্ত্রক দ্বারা পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে"।

 

Add 1