কাশ্মীরের শান্তি নির্ভর করছে কার ওপর, কীসের ওপর, উত্তর কোথায়!

'যারা এখানে স্বাভাবিক পরিস্থিতির দাবি করে আসছেন তাদের উত্তর দেওয়া উচিত'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kashmirr.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রিয়াসিতে তীর্থযাত্রী বাসে সন্ত্রাসী হামলার ঘটনায় জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের ভাইস-প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ বলেন, “যারা এখানে স্বাভাবিক পরিস্থিতির দাবি করে আসছেন তাদের উত্তর দেওয়া উচিত। আমরা সবসময় বলে আসছি যে এখানে পরিস্থিতি স্বাভাবিক নয়, আমরা সবসময় বলেছি যে ৩৭০ ধারার কারণে এখানে বন্দুক আসেনি। কিন্তু বিজেপির লোকেরা দাবি করছিল যে এটি ৩৭০ ধারার কারণে হয়েছে। এই বন্দুককে নীরব করতে, আলোচনার পরিবেশ তৈরি করতে হবে এবং এর জন্য উভয় দেশকেই ভূমিকা পালন করতে হবে”।

omar abdullahw8.jpg

millitant attack kashmir.JPG

Add 1