এই তারিখ থেকে বন্ধ হচ্ছে WhatsApp!

কার কার ফোনে চলবে না এটি?

author-image
Anusmita Bhattacharya
New Update
whats app

নিজস্ব সংবাদদাতা:নতুন বছরেই লক্ষ লক্ষ ইউজারের মাথায় আকাশ ভেঙে পড়তে চলেছে। কারণ শোনা যাচ্ছে নাকি বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। কারণ ১ জানুয়ারি ২০২৫ থেকে হোয়াটসঅ্যাপে এক দশকের পুরনো অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করবে না৷ আগামী মাস থেকেই বেশকিছু আইফোনেও চলবে না হোয়াটসঅ্যাপ। এই মডেলগুলোতে হোয়াটসঅ্যাপ চালাতে হলে আপগ্রেড করতে হবে।

নতুন বছরের প্রথম দিন থেকেই মেটার এই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ২০টিরও বেশি স্মার্টফোনে কাজ করবে না। তালিকায় আছে স্যামসাং, মটোরোলা, এইচটিসি, এলজি এবং সনির মতো একাধিক সংস্থার স্মার্টফোন। এমনকী iPhone 5s, iPhone 6 এবং iPhone 6 Plus-এর মতো পুরনো মডেলগুলিতে হোয়াটসঅ্যাপ পরিষেবা পাবেন না বলে জানা গেছে।