ভারতে হোয়াটসঅ্যাপ চ্যানেল! নতুন ফিচারে কী কী পাবেন?

হোয়াটসঅ্যাপ চ্যানেল এল ভারতে। কী এটি? এটি কি সাধারণ ব্যবহারের হোয়াটসঅ্যাপের থেকে আলাদা? কী ফিচার আছে? সব তথ্য পেয়ে যাবেন এখানে। ক্লিক করে পড়ে নিন এখনই।

author-image
Anusmita Bhattacharya
New Update
whatappn

নিজস্ব সংবাদদাতা: হোয়াটসঅ্যাপ চ্যানেল মেটা অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের নতুন এক ফিচার। হোয়াটসঅ্যাপের্ মাধ্যমে আরও বেশি সংখ্যক ইউজারকে যুক্ত করার জন্য এই ফিচারের রোল আউট ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভারতে। অন্যান্য আরও অনেক দেশেই এই ফিচারের রোল আউট শুরু হয়ে গেছে বলে জানা গিয়েছে।

মেটা সিইও মার্ক জুকেরবার্গ নিজেই নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই ফিচার রোল আউট হওয়ার খবর প্রকাশ করেছেন। ইউজাররা অফিশিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হলে এই ফিচার সম্পর্কিত আপডেট পাবেন। ইন্সটাগ্রামে ইতিমধ্যেই সমতুল্য একটি ফিচার যোগ করা হয়েছে। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম অ্যাপেও দেওয়া হয়েছে ওয়ান ওয়ে ব্রডকাস্ট চ্যানেলের সুবিধা।

একটি নতুন ট্যাব ডিসপ্লে দেখতে পাবেন। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দু'ধরনের স্মার্টফোনেই এই ফিচার এখন থেকে পাবেন। এই নতুন ট্যাবের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে হোয়াটসঅ্যাপ স্টেটাস মেসেজও দেখতে পাবেন। ইউজাররা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারবেন ভ্যালিড লিঙ্ক থাকলে। ইউজারদের নিরাপত্তা বজায় রাখার জন্য যিনি চ্যানেল তৈরি করেছেন তাঁর ফোন নম্বর প্রকাশ করতে পারবে না এই অ্যাপ। একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলে কতজন বা কারা যুক্ত রয়েছেন সেটা অন্য কেউ দেখতে পাবেন না। আর সমস্ত ইউজারের ফোন নম্বরই গোপন করা থাকবে। যিনি হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছেন তিনিই বাকি ইউজারদের নম্বর গোপনে রাখতে পারবেন। এখানে যে মেসেজ পাঠানো হবে তা ৩০ দিন পর্যন্ত ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। যে মেসেজ শেয়ার করা হবে সেখানে রিঅ্যাক্ট করতে পারবেন চ্যানেল মেম্বাররা। কিন্তু রেসপন্স করা যাবে না। একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যে মেসেজ ব্রডকাস্ট হবে তা এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত করা থাকবে না। তবে বাকি সমস্ত হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন যেমন- ডিরেক্ট মেসেজ, গ্রুপ চ্যাট, কল, স্টেটাস মেসেজ এবং অ্যাটাচমেন্ট- এইসব এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত হয়ে যাবে।