নিজস্ব সংবাদদাতা: দ্রুত যোগাযোগের অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ। সমস্যা একটাই যে অন্যান্য যোগাযোগ মাধ্যমের মতো এটি ব্যবহার করতেও ইন্টারনেট সংযোগ অত্যাবশ্যক। তবে এবার এই নির্ভরতা কাটিয়ে উঠেছে প্লাটফর্মটি। জানা গেছে যে ইন্টারনেট বন্ধ থাকলেও প্রক্সি সার্ভারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা চালু করা হল। প্রক্সি সার্ভারের মাধ্যমে মেসেজ আদান-প্রদান বা যোগাযোগের সময় হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থা একইভাবে কাজ করবে।