নিজস্ব সংবাদদাতা: বৈধ ফোন নম্বর না হলে সেখান থেকে খোলা হোয়াটসঅ্যাপ আকাউন্ট নিষ্ক্রিয় (Fraud WhatsApp Number Deactivation) করে দেওয়া হবে বলে সতর্ক করলেন কেন্দ্রীয় মন্ত্রী (Central Minister) অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। ভারতে আন্তর্জাতিক স্প্যাম কলের ক্রমবর্ধমান সংখ্যা নজরে রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইটি বিভাগের (Information Technology) পক্ষ থেকে। এতে সম্মতি জানিয়েছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ (WhatsApp)।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতারক ব্যবহারকারীদের (Fraud Users) শনাক্ত করে সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। প্রতারক ব্যবহারকারীদের নিষ্ক্রিয় করতে টেলিগ্রামের মত অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মের সঙ্গেও আলোচনা করতে পারে কেন্দ্র।