নিজস্ব সংবাদদাতা: Google Pay পেমেন্ট পরিষেবা শুধুমাত্র ভারত নয়, বিশ্বের অন্যতম মুখ্য আর্থিক লেনদেন সংক্রান্ত পরিষেবা হয়ে উঠেছে। Google এখন তার পেমেন্ট সার্ভিস অ্যাপটি ৪ জুন থেকে বন্ধ করছে। কারণও স্পষ্ট করেছে সংস্থা।
Google সম্প্রতি ভারতে গুগল ওয়ালেট এনেছে। গুগল ওয়ালেট সম্প্রসারণ করতে অনেক দেশে Google Pay পরিষেবা বন্ধ করা হতে পারে। পরিষেবা ৪ জুন থেকে বন্ধ আমেরিকায়। ভারত এবং সিঙ্গাপুরে চালু আছে পরিষেবা।