রামলালার দর্শন করতে চান? কী করবেন কী করবেন না?

রামলালার দর্শন করতে চান আপনি? নিয়মগুলো জানেন তো?

author-image
Anusmita Bhattacharya
New Update
ramlala1darshan

নিজস্ব সংবাদদাতা: গতকাল থেকে জনসাধারণের জন্য খুলে গেছে রাম মন্দিরের দরজা। তবে যেভাবে খুশি দর্শন করতে পারবেন না আপনি। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট কিছু বিশেষ নিয়মাবলী বেঁধে দিয়েছে ভক্তদের জন্য।

১. দর্শনার্থীদের রামলালার দর্শন করতে হবে সকাল ৭টা থেকে ১১.৩০টার মধ্যে। আবার দুপুর ২টো থেকে রাত ৭টা পর্যন্ত দর্শন করতে পারবেন। প্রতিদিন দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত দর্শন বন্ধ থাকবে। 

২. ভক্তরা চাইলে রামলালাকে প্রসাদ হিসেবে দুধ এবং ফল দিতে পারে। এর বাইরে অন্য কিছু নয়।

ff1

flames1

raincity