নিজস্ব সংবাদদাতা: ১৭ দিন টানেলের মধ্যে আটকে থাকা শ্রমিকদের মঙ্গলবার উদ্ধার করা হয়। মঙ্গলবারই তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এয়ারলিফটের সাহায্য বুধবার তাঁদের ঋষিকেশের এইমসে নিয়ে আসা হয়। ঋষিকেশ এইমসের চিকিৎসক নরেন্দ্র কুমার বলেন, 'তাঁরা কোনও ধরনের মানসিক চাপের মধ্যে আছে বলে মনে হচ্ছে না। তারপরও, আমাদের কাছে মনোরোগ বিশেষজ্ঞ এবং অভ্যন্তরীণ চিকিৎসকদের একটি দল আছে, যারা তাঁদের প্রাথমিক পরীক্ষা করবে। সেই মূল্যায়নের পর, রক্তের পরীক্ষা, বুকের এক্স-রে এবং অন্যান্য বেশ কয়েকটি পরীক্ষা করা হবে। এই পরীক্ষার ফলাফল দেখার পরেই আমরা সিদ্ধান্ত নেব কার পর্যবেক্ষণ বা ডিসচার্জ দরকার।'