অবশেষে জেল মুক্তি হল পুষ্পার! কী বললেন আল্লু অর্জুনের বাবা

চাঞ্চলগুদা কেন্দ্রীয় কারাগার থেকে আজ মুক্তি পান আল্লু অর্জুন। কী বললেন তাঁর বাবা...

author-image
Tamalika Chakraborty
New Update
allu arjun father

নিজস্ব সংবাদদাতা:  চলচ্চিত্র প্রযোজক এবং অভিনেতা আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ বলেছেন, " গতকালের জন্য অসাধারণ সমর্থন দেওয়ার জন্য ভারতজুড়ে মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই।" আল্লু অর্জুন আজ চাঞ্চলগুদা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তেলেঙ্গানা হাইকোর্ট গতকাল তাঁকে ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। ৪ ডিসেম্বর তাঁর সিনেমা পুষ্পা ২ মুক্তি পেয়েছে। তাঁর সিনেমা দেখতে গিয়ে পদপিষ্ঠ হয়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় তাঁকে স্থানীয় প্রশাসন গ্রেফতার করে। 

ftjjjkl