'পা ধরছি, দয়া করে...'! ভরা মঞ্চে IAS আধিকারিককে এমন অঙ্গভঙ্গি! ভাইরাল নীতিশ কুমারের ভিডিও

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কেন আইএএস অফিসারের সামনে হাতজোড় করে নমস্কার করলেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
nitishhand

নিজস্ব সংবাদদাতা: এক সমাবেশে এক আইএএস অফিসারের সামনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে হাতজোড় করে নমস্কার করতে হয়। 

একটি সরকারি অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী। এই সময় তিনি অধিদফতরের অতিরিক্ত মুখ্য সচিবের সামনে হাত জোড় করে বলেন, হাতজোড় করে আপনার কাছে প্রার্থনা করবেন, চাইলে আপনার পাও ছুঁয়ে ফেলবেন। সর্বোপরি, কী কারণে একজন মুখ্যমন্ত্রীকে একজন কর্মকর্তার সামনে হাতজোড় করে নমস্কার করতে হল? 

nitish.jpg

প্রকৃতপক্ষে, বুধবার, মুখ্য সচিবালয়ে অবস্থিত যোগাযোগ ভবনে রাজস্ব ও ভূমি সংস্কার বিভাগে নির্বাচিত প্রার্থীদের জন্য একটি নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রায় ১০ হাজার যুবকের মধ্যে নিয়োগপত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এই সময়ে, অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়, তিনি মঞ্চে বসে থাকা বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব দীপক কুমার সিংয়ের কাছে হাতজোড় করে আবেদন করেন। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি আপনার পা ছুঁয়ে ফেলতে রাজি, অনুগ্রহ করে সময়মতো কাজ শেষ করুন'। পাটনার কাঙ্গন ঘাট পর্যন্ত জেপি গঙ্গা পথ সম্প্রসারণের কাজ ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার একজন আইএএস অফিসারকে এমন কথা বলেন।