কার্যকর না হলে আইনের অর্থ কী? প্রশ্ন লালু পুত্রের

পার্লামেন্টের দুই কক্ষেই পাশ নারী সংরক্ষণ বিল। একন তা আইনে পরিণত হয়েছে। কিন্তু বাস্তবে প্রয়োগ কবে? কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন বিরোধীদের।

author-image
Pallabi Sanyal
New Update
aszas

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : মহিলা সংরক্ষণ বিল আিনে পরিণত হল। কিন্তু বাস্তবে প্রয়োগ কবে? বিরোধী মহল থেকে আবার উঠলো এই প্রশ্ন। এবার প্রশ্ন তুললেন লালু প্রসাদ যাদবের পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। আরজেডি নেতা বলেন,  "এই আইন কবে কার্যকর হবে? কারও কাছে কি এর উত্তর আছে? যদি এটি কার্যকর না হয় তবে আইনের অর্থ কী? কেন তারা বিলে ওবিসি, সংখ্যালঘু, পিছিয়ে পড়া মহিলাদের সংরক্ষণ করেনি?''