BREAKING: আমাদের জবাবে পাকিস্তানের যা ক্ষতি হয়েছে তা ওদের কারণেই- বিস্ফোরক এয়ার মার্শাল
‘Signing off’ বিরাটের একটা ম্যাসেজ ঝড় তুললো বিরাট ফ্যানেদের মনে, যা জানা গেল মানা যাচ্ছে না!
Breaking: ফের জটিল পরিস্থিতি, ভারত-পাকিস্তান DGMO বৈঠকের সময় বদল, দুপুরে না এবার সন্ধ্যায় হবে বৈঠক
BREAKING: সোমবার দুপুরে পাকিস্তানে হল ধামাকা! কেঁপে গেল
BREAKING: পাক উত্তেজনার মাঝেই রাজস্থানের স্টেডিয়ামে হামলার হুমকি! সঙ্গে সঙ্গে খালি করা হল
BREAKING: "আমাদের প্রতিবেশীদের জানি"- ভারত-পাক উত্তেজনার মাঝে এবার বিস্ফোরক ইসরোর চেয়ারম্যান!
একটি যুগের অবসান হলো- বিরাট কোহলি
ভাববেন না যে পাকিস্তান বসে থাকবে- সোজা সতর্কবার্তা!
তোমাকে মিস করব চিকস

Cyclone Biparjoy: বিপর্যয়ের প্রভাব কেমন, খতিয়ে দেখতে গুজরাটে অমিত শাহ

গত বৃহস্পতিবার গুজরাটের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বিপর্যয়। এই রাজ্যের একাধিক জেলায় তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়। গুজরাটের বর্তমান অবস্থা পরিদর্শন করতে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
Ritika Das
New Update
amit.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: চলতি সপ্তাহের ১৫ জুন, বৃহস্পতিবার ঘূর্ণিঝড় বিপর্যয়ের ল্যান্ডফল হয় গুজরাটে। সারা রাজ্য জুড়ে তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়। যার জেরে ভারী বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। ঝোড়ো হওয়ার দাপটে রাস্তার উপরে ভেঙে পড়েছে বড় গাছ। ফলে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে রাজ্যের বেশ কিছু শহরে। 

রাজ্যের বেশ কিছু জেলায় এখনও জমে রয়েছে জল। ডুবে গিয়েছে বাড়িঘর। ব্যাহত হয়েছে জনজীবন। ঘূর্ণিঝড় পরবর্তী গুজরাটের পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সে রাজ্যে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে এলাকা পরিদর্শনে বের হন। 

শনিবার গুজরাটের কচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। ওই এলাকাগুলিতে ঝড়ের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তাও খতিয়ে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন হেলিকপ্টারে করে এলাকা পরিদর্শন করেন অমিত শাহ।