নিজস্ব সংবাদদাতা: চাবি না পেয়ে তালা ভেঙেই রত্নভান্ডারের ভিতরের কক্ষে ঢুকতে হল ১১ সদস্যের কমিটিকে। তবে দরজা খুলতেই মিলল একঝাঁক বাদুড়। অন্ধকার প্রকোষ্ঠে ঢোকার আগে আনা হয়েছে সর্প বিশেষজ্ঞদেরও।
রবিবার পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডার খোলা হয় 'পবিত্র মুহূর্ত' দুপুর ১টা বেজে ২৮ মিনিটে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত হয় দরজা খোলার কাজ। ভিতরের রত্নকক্ষে তালা ভেঙে ঢুকতেই ঝাঁক ঝাঁক বাদুড় বেরিয়ে আসে সেখান থেকে। এর পরেই কমিটির সদস্যেরা ভিতরে আগে যেতে বলেন স্নেক হেল্পলাইনের তরফে মন্দিরে হাজির সর্প বিশেষজ্ঞদের।