Big Breaking: পাকিস্তানের ৪টি এয়ারবেস ও ড্রোন লঞ্চপ্যাডকে ধ্বংসস্তূপে পরিণত করলো ভারতীয় সেনাবাহিনী
আর কিছুক্ষণ, ফের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী
এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত
আপাতত প্রচণ্ড গরম থেকে মুক্তি, কিন্তু আগামী সপ্তাহ থেকে গরম বাড়বে!
এ কোন সকাল? প্রাণের ঝুঁকিতে আমাদের প্রতিনিধি, শোনা যাচ্ছে পাক-গুলির আওয়াজ
"যখন উপযুক্ত হবে", তখন ক্ষতির পরিমাণ প্রকাশিত হবে! জানাল ভারত
দেশের ৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ! জানিয়ে দেওয়া হল তারিখ
সূর্য ও শনি একসাথে এই ২টি রাশিকে 'আক্রমণ' করবে, এই ভুল করলে জীবন নরকে পরিণত হবে!
রাজ্য জরুরি অপারেশন সেন্টার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী! করলেন পোস্ট

কী হয়েছিল বাড়িতে! শেষ পর্যন্ত আর জ্ঞান ফিরল না মনমোহন সিংয়ের

বৃহস্পতিবার রাত আটটা নাগাদ তড়িঘড়ি এইমসে নিয়ে আসা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে।

author-image
Tamalika Chakraborty
New Update
মনমোহন সিং

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার রাত আটটা নাগাদ তড়িঘড়ি এইমসে নিয়ে আসা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। হাসপাতাল সূত্রে খবর মেলে, প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা সঙ্কটজনক। এর প্রায় দুই ঘণ্টা পরে, রাত ৯ টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। কী হয়েছিল মনমোহন সিংয়ের? 

former pm

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর বাড়িতেই হঠাৎ তিনি সংজ্ঞা হারান। বাড়িতেই তাঁর সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হয়। এরপর রাত ৮টা ৬ মিনিটে এইমসের মেডিক্যাল ইমার্জেন্সিতে তাঁকে আনা হয়। বহু প্রচেষ্টা সত্ত্বেও তাঁর জ্ঞান ফেরানো যায়নি। রাত ৯টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তবে কবে মনমোহন সিংয়ের শেষকৃত্য করা হবে তা এখনও  জানা যায়নি। তবে আজ বিকেল বা সন্ধের মধ্যে মেয়ে বিদেশ থেকে দেশে ফিরবে। তারপরেই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।