কাঠুয়া সন্ত্রাসী হামলা নিয়ে কি বললেন ফারুক আবদুল্লাহ?

কাঠুয়া সন্ত্রাসী হামলা নিয়ে কি বললেন ফারুক আবদুল্লাহ?

author-image
Aniket
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: কাঠুয়া সন্ত্রাসী হামলা নিয়ে চর্চা চলছে। এবার এই হামলা নিয়ে  মুখ খুললনেন জেকেএনসি প্রধান ফারুক আবদুল্লাহ। তিনি বলেছেন, "এখন এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হল সেই দেশের উপর বিশ্বের চাপ বাড়াতে হবে। এটা শান্তির পথ নয়। এটাই ধ্বংসের পথ। সন্ত্রাস কাউকে সাহায্য করবে না। আমাদের প্রতিবেশী যদি মনে করে যে আমাদের ভূখণ্ডে সন্ত্রাসীদের অনুপ্রবেশ করলে পরিবর্তন আসবে, তারা ভুল। তারা ব্যর্থ হবে। আমি ভয় পাচ্ছি যে এর পরে আমাদের রাগ এত বেড়ে যাবে যে আমরা আগ্রাসন এবং প্রতিশোধের অবলম্বন করতে পারি। তারা ইতিমধ্যে তাদের দেশকে ধ্বংস করেছে, এবং এখন একটি যুদ্ধ কেবল এটিকে আরও ধ্বংস করবে। তাদের সন্ত্রাস বন্ধ করতে হবে। তাদের কর্মকাণ্ডের জন্য সারা বিশ্বে নিন্দিত হচ্ছে। এ থেকে তারা কী লাভ করছে? এই সৈন্যদের পরিবার শোক করবে এবং প্রতিশোধের দাবি করবে। তারা যদি এ পথে চলতে চায় তাহলে তাদের পরিণতির জন্যও প্রস্তুত থাকতে হবে। সন্ত্রাস ও সংলাপ একসঙ্গে চলতে পারে না। তারা যদি ভালো বন্ধন চায়, তাহলে তাদের সেই পথেই হাঁটতে হবে, আর সেই পথে সন্ত্রাসবাদ থাকে না"। 

Adddd

 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . ..  . . . . . . . . . . . . . . ..  . . . . . . . . . . .. .  . .  . . . .. . . . . . . . . . . . . . . ..  . . . . . .