নিজস্ব সংবাদদাতা: 'এক জাতি, এক নির্বাচন' সংক্রান্ত আজকের জেপিসি বৈঠক সম্পর্কে উত্তরপ্রদেশের মন্ত্রী দানিশ আজাদ আনসারি বলেছেন, "এক জাতি, এক নির্বাচন এই উদ্ভাবনী ভারতের প্রয়োজন। যদি এই বিলটি আসে, তাহলে অনেক সুবিধা হবে। এটি একটি দুর্দান্ত ধারণা, এবং দেশের মানুষ এটিকে স্বাগত জানাচ্ছে।"
/anm-bengali/media/post_attachments/7ac2aaef-331.png)