নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বড় বার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী বিহারের দারভাঙ্গা থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা দিতে চলেছেন। বিহারে প্রতিভা; এখানে পরিশ্রমী কৃষক আছে এবং এখানকার মাখানা একটি 'সুপারফুড'। মাখানার উৎপাদন বাড়াতে হবে, গুণগত মান বাড়াতে হবে, বর্তমানে কৃষকরা অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করে, প্রযুক্তির মাধ্যমে সেসব অসুবিধা দূর করতে হবে, এজন্য মাখানা বোর্ড গঠন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন কর্মসূচির প্রস্তুতিও দেখব।”