নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এবার বড় বার্তা।
তিনি বলেছেন, "যে নেতা (রাহুল গান্ধী) যার দাদী জরুরি অবস্থা জারি করেছিলেন এবং দেশকে ধ্বংস করেছিলেন। এই বিষয়ে (সংবিধান) কথা বলার অধিকার কংগ্রেসের নেই। 'চোর চোরি কে খেলাফ বোল রাহা হ্যায়'"।