নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের ধর্নাকে কেন্দ্র করে সোমবার থেকে একের পর এক ঘটনার সাক্ষী থেকেছে রাজধানী। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাকি তৃণমূল সাংসদ-বিধায়কদের আটকের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এবার মুখ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কী ঘটেছিল ঘটনা? সাংসদ বলেন, ''মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সাথে দেখা করার জন্য় সময় দেওয়া হয়েছিল। আমরা সেখানে পৌছালাম সন্ধ্যা ৬ টার দিকে। আমাদের কনফারেন্স হলে বসার জন্য বলা হয়েছিল। কিন্তু আমাদের ডাকা হয়নি। রাত ৮টা পর্যন্ত। হঠাৎ রাত ৮টা ৫৫-র দিকে জানতে পারি যে মন্ত্রী পিছনের দরজা দিয়ে চলে গেছেন। আমরা তার অফিসে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু পুলিশ বাধা দেয়। আমরা সেখানে বসেছিলাম এবং তাকে ফিরে আসার জন্য অনুরোধ করেছিলাম। আমাদের চলে যেতে বলা হয়েছিল।'' শুধু তাই নয়, সেখানে ১৪৪ দারা জারি ছিল। হঠাৎ করেই পরিস্থিতি বদলাতে থাকে বলে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপরই পুলিশ ভ্যানে তোলা হয় তৃমূল নেতৃত্বকে। গোটা ঘটনার তীব্র সমালোচনা করে সাংসদ সুদীপ বলেন, ''এরকম কিছু আগে কখনো দেখিনি। এটা দেশের ফেডারেল কাঠামোর জন্য একটা বড় ধাক্কা। আমার মনে হয় বিজেপি টিএমসিকে ভয় পেতে শুরু করেছে।"