নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেল থেকে মঙ্গলবার রাতে ৪১ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের একটানা ১৭ দিন টানেলের মধ্যে বন্দি অবস্থায় কাটাতে হয়েছে। সেই সময় তাঁরা একটি অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কবে উদ্ধার পাবেন, আদৌ উদ্ধার পাবেন কি না, কিছুই নিশ্চিত ছিল না। সেই সময় নিজেদের কীভাবে উজ্জীবিত রাখতেন শ্রমিকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশ্নের উত্তরে শ্রমিকরা বলেন, টানেলের বন্দি অবস্থায় তাঁরা হাঁটাহাঁটি করতেন। কখনও আবার যোগ ব্যয়াম করতেন। এভাবেই নিজেদের উজ্জীবিত রাখতেন। এক শ্রমিক বলেন, আমরা উদ্ধারের বিষয়ে কোনও চিন্তাই করিনি। কারণ ভারত যখন বিদেশে থাকা ভারতীয়দের উদ্ধার করতে পারে, তখন তো আমরা দেশের মধ্যেই রয়েছি।