নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বড় বার্তা দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/44e86f35-05e.png)
তিনি বলেছেন, "ড্রোন আসে ওখান থেকে (পাকিস্তান)। বিএসএফ তাদের সবাইকে ধরে ফেলে। মাদকের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে। ড্রোনের আগমন ৭০% কমে গেছে কারণ এখানে কেউ তা গ্রহণ করে না। তারা কেন চাইবে পাঞ্জাব শান্তিপূর্ণ থাকুক?"