নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুডা এবার বড় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "আমরা আশা করি কংগ্রেসের পারফরম্যান্স আগের চেয়ে ভাল হবে। দিল্লির মানুষ মনে রেখেছেন যে কংগ্রেসের আমলে দিল্লিতে অনেক উন্নয়ন কাজ হয়েছে।"
#WATCH | #DelhiElection2025 | Haryana: Congress MP Deepender Singh Hooda says, "We hope that the performance of Congress will be better than before. People of Delhi remember that a lot of development work was done in Delhi during the tenure of Congress..." pic.twitter.com/6BcxK2SJ2Y