নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বড় বার্তা দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/8b9ac9a3-735.png)
তিনি বলেছেন, "আন্তর্জাতিক নারী দিবসে ছত্তিশগড়ের নারীশক্তিকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ, এই উপলক্ষে, রাজ্যের সমস্ত বিবাহিত মহিলাদের অ্যাকাউন্টে মাহতারী বন্দনা যোজনার ১৩তম কিস্তির টাকা প্রকাশ করা হতে চলেছে। আমি তাদের এই জন্য অভিনন্দন জানাই।"