বিআরএস এমএলসি কে কবিতা কি বলেছেন?

কি বলেছেন বিআরএস এমএলসি কে কবিতা?

author-image
Aniket
New Update
breakinganm12

 

 


নিজস্ব সংবাদদাতা: বিআরএস এমএলসি কে কবিতা বলেছেন, "যারা জনগণের পক্ষে তাদের আওয়াজ তোলে তাদের বিরুদ্ধে রেভান্থ রেড্ডি সরকার অবৈধ মামলা দায়ের করছে। সরকার আমাদের দলের কার্যকরী সভাপতি কেটিআরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রতিহিংসামূলক আচরণ করছে। আমাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আমরা ভীত নই। জনগণের অধিকার আদায়ে আমাদের লড়াই নিরলসভাবে চলবে। কংগ্রেস রাইথু ভরোসার অধীনে ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কৃষকদের প্রতারিত করে তা কমিয়ে ১২ হাজার টাকা করেছে।"