নিজস্ব সংবাদদাতা: গতকাল বীরভূমে সংঘটিত সংঘর্ষের বিষয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, "গতকাল পশ্চিমবঙ্গে দৌল উৎসব পালিত হয়েছিল এবং আজ হোলি পালিত হচ্ছে। বীরভূম জেলার সাঁইথিয়া শহরে সহিংসতা ঘটেছে এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। কেন কেবল হিন্দুদের উৎসবের সময় সহিংসতা ঘটে? এই ঘটনার পিছনে কে এবং প্রশাসন কেন নীরব? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তোষণের রাজনীতি করছে।"
/anm-bengali/media/post_attachments/67e326d9-574.png)