নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেত্রী স্মৃতি ইরানি বড় বার্তা দিয়েছেন।
/anm-bengali/media/media_files/tKon0vTr1LvCbsxSdqaA.jpg)
তিনি বলেছেন, "আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের এবং মুক্তির পথে এগিয়ে চলা মেয়েদের আমার আন্তরিক অভিনন্দন। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবদান রাখা, সামাজিকভাবে তাদের সম্মান করা এবং কর্মক্ষেত্র ও সামাজিক পরিবেশকে নিরাপদ করে তোলার ক্ষেত্রে অবদান রাখা সকল পুরুষের প্রতি আমার কৃতজ্ঞতা।"