'মন কি বাত' নিয়ে কি বললেন আশিস সুদ

'মন কি বাত' নিয়ে কি বললেন আশিস সুদ?

author-image
Aniket
New Update
c



 

নিজস্ব সংবাদদাতা: 'মন কি বাত' প্রোগ্রামের ১১৯ তম পর্ব নিয়ে দিল্লির মন্ত্রী আশিস সুদ বড় বার্তা দিয়েছেন।

x

তিনি বলেছেন, "আজ জনকপুরিতে হাজার হাজার মানুষ 'মন কি বাত' শুনেছেন। প্রধানমন্ত্রীর 'মন কি বাত' সর্বদা অনুপ্রেরণাদায়ক। তিনি মানুষকে স্থূলতার মতো জীবনযাত্রার রোগের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করেছিলেন এবং আজ তাদের ১২ তম শ্রেনীর পরীক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছিলেন।"