আজমির শরীফ দরগায় শিব মন্দির দাবি করা মামলায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি কি বললেন?

কি বললেন আসাদউদ্দিন ওয়াইসি?

author-image
Aniket
New Update
x

নিজস্ব সংবাদদাতা: আজমির শরীফ দরগায় শিব মন্দির দাবি করা মামলায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবার বড় বার্তা দিলেন।

তিনি বলেছেন, "আজমির শরীফ দরগাহ ভারতের ধর্মনিরপেক্ষ প্রকৃতির প্রতিনিধিত্ব করে। শুধু আজমির শরিফ দরগা নয়, সেলিম চিশতির দরগাও স্ক্যানারের আওতায় রয়েছে। উপাসনালয় আইন অনুসরণ করা প্রয়োজন।"