নিজস্ব সংবাদদাতা: অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পাঞ্জাবের বিধায়ক ও মন্ত্রীদের বৈঠক প্রসঙ্গে AAP সাংসদ গুরমিত সিং মিট হায়ার বড় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "সবকিছু ঠিক আছে। এর আগে আমরা আমাদের বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেছি। এটি একটি রুটিন প্রক্রিয়া। প্রতিটি দলই তাদের নেতাদের ডেকে এ ধরনের বৈঠক করে। আমি আপনাকে লিখিতভাবে জানাতে পারি যে কংগ্রেস যেদিন স্পষ্ট করে দেবে যে প্রতাপ সিং বাজওয়া মুখ্যমন্ত্রী প্রার্থী হবেন না, সেদিন তিনি নিজেই তাঁর ভাইয়ের মতো বিজেপিতে যোগ দিতে চলেছেন।"