নিজস্ব সংবাদদাতা: প্রয়াগরাজে পবিত্র স্নান সারলেন বিজেপি বিধায়ক পঙ্কজ সিং। এদিন পবিত্র স্নান শেষে বিজেপি বিধায়ক বলেন, “আমার অসাধারণ লাগছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আমি কৃতজ্ঞ যে আমি এখানে এসে পবিত্র স্নান করতে পেরেছি। এখানকার সুযোগ-সুবিধা অসাধারণ, আমি উপর থেকে নিচ পর্যন্ত সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই, যারা এই অসাধারণ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত আছেন”।
/anm-bengali/media/media_files/2025/01/16/56GJttrAPhmEvYPaVD2M.png)