নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, “বিভিন্ন সংবাদমাধ্যমে পশ্চিমবঙ্গে বার্ড ফ্লুর প্রকোপ ঘটেছে বলে প্রিন্ট মিডিয়ায় কিছু রিপোর্ট এসেছে। বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে ভাইরাসের কিছু ইতিহাস সনাক্ত করা হয়েছে এইচ৯ এন২ এবং এইচ৫ এন১।”
তিনি আরও বলেছেন, “তবে আমরা মানব প্রজাতির পাশাপাশি সংস্পর্শে আসা পোল্ট্রি পাখি এবং পাখিদের মধ্যে খুব সক্রিয় নজরদারি করেছি এবং মানুষ থেকে মানুষ বা পাখি থেকে মানুষে কোনও ধরণের সংক্রমণের ঘটনা ঘটেনি। পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। কোনো ধরনের আতঙ্কের প্রয়োজন নেই। রাজ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কোনও আশঙ্কা নেই এবং পোল্ট্রি পণ্য না খাওয়া নিয়ে কোনও হুমকি বা পরামর্শ নেই।”