"প্রায় ১০০০ বছর ধরে যুদ্ধ, আমাকে এটা মিটিয়ে ফেলতে দাও"! ফের ভারত-পাক যুদ্ধ নিয়ে অকপট ট্রাম্প
BREAKING: শুকিয়ে যাবে পাকিস্তান ! ইন্দাস জলচুক্তি নিয়ে ভারতের পা ধরছে পাকিস্তান
BREAKING: রাহুল গান্ধীর বিরুদ্ধে "গুন্ডাগিরি"-র অভিযোগ ! ক্ষমা চাইতে বললেন বিহারের উপ মুখ্যমন্ত্রী
BREAKING: সবাইকে বলব ‘ফুলে’ সিনেমাটা দেখার জন্য ! কেন এই কথা বললেন রাহুল গান্ধী
BREAKING: ভারতের এয়ারপোর্টের সুরক্ষার দায়িত্বে তুরস্কের সংস্থা ! বড় পদক্ষেপের পথে ভারত
BREAKING: ভারতের ৮টি এয়ারপোর্টের সুরক্ষার দায়িত্বে তুরস্কের সংস্থা ! দেখুন ভয়ঙ্কর রিপোর্ট
সিন্ধু জল চুক্তি স্থগিত থাকবে, পাকিস্তানকে বিশেষ শর্ত দিয়ে দিলেন বিদেশমন্ত্রী!
BREAKING: ধর্ম জেনে হত্যা করেছিল, আমরা জবাব দিয়েছি ! বড় মন্তব্য করলেন হেভিওয়েট বিজেপি সাংসদ
এইদিন বৃষ্টি হবে! আবহাওয়া কেমন থাকবে জেনে নিন

পশ্চিমবঙ্গ: বড়দিনে প্রতিযোগিতা দেখতে আসাই হল কাল, পথ দুর্ঘটনায় মৃত্যু

গুড়গুড়িপালে মাইকের প্রতিযোগিতা দেখতে আসার পথে দুর্ঘটনায় মৃত্যু শালবনীর যুবকের, আহত আরো ২।

author-image
Aniket
New Update
w

নিজস্ব প্রতিনিধি: বড়দিন উপলক্ষে ডিজে মাইকের প্রতিযোগিতার আয়োজন করেছিল কিছু যুবক। সেই খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন এলাকায়। দূরদূরান্ত থেকে অতিউৎসাহিত যুবকরা তা দেখতে ভিড় জমান সকাল থেকে। কিছুক্ষণ প্রতিযোগিতা চললেও পরে পুলিশ গিয়ে তা হটিয়ে দেয়। পরে কৃষি জমির পাশে থাকা ফাঁকা জায়গায় পৃথক ভাবে বাজতে থাকে ডিজে বক্স। আর তা দেখতে আসার পথেই দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আহত আরো দুজন। 

ঘটনাটি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মেদিনীপুর সদরের জামশোল এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বিক্রম মহাদণ্ড (২৫)। বাড়ি শালবনী থানার কুতুরিয়া গ্রামে। আহতরা হলেন সৌরভ দোলই (২৩), নাসিমুল সর্দার (২৩)। সৌরভের বাড়ি শালবনীর কুতুরিয়া গ্রামে, নাসিমুলের কোতোয়ালী থানার হাতিহলকাতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেদিনীপুর থেকে একটি বাইকে দুই যুবক গুড়গুড়িপালের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আরেক বাইক আরোহী আসছিলেন। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দুই বাইকের তিনজন। খবর যায় গুড়গুড়িপাল থানায়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসকরা বিক্রম মহাদণ্ডকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নাসিমুল সর্দারের শারীরিক পরিস্থিতিও আশঙ্কাজনক। তবে সুস্থ রয়েছে সৌরভ দোলই। বিক্রমের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যেবেলা বিক্রম ও সৌরভ একটি বাইকে করে গুড়গুড়িপাল থানার লোহাটিকরি যেতেছিল মাইকের প্রতিযোগিতা দেখতে। আর তখনই এই দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া।